ভোটার আইডি কার্ডে থাকা জন্ম তারিখ সংশোধন করতে চাচ্ছেন? বয়স কমাতে বা বাড়াতে চাইলে ভোটার আইডি কার্ডে থাকা জন্ম তারিখ সংশোধন করতে হবে।
জন্ম তারিখ সংশোধন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লেগে থাকে। সংশোধন আবেদন করার জন্য কি কি লাগে, সংশোধন আবেদন করতে কত টাকা লাগে এবং কিভাবে ভোটার আইডি কার্ডে বয়স সংশোধন করবেন বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
তো চলুন, ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করার বিস্তারিত নিয়ম জেনে নেয়া যাক।
আলোচিত বিষয়বস্তু
জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লেগে থাকে। সংশোধন আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- এসএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট এর ফটোকপি
- জন্ম নিবন্ধনের অনলাইন কপি
- ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে)
- বিয়ের কাবিননামা (যদি থাকে)
ভোটার আইডি কার্ডে থাকা বয়স সংশোধন করার জন্য অবশ্যই উপরোক্ত ডকুমেন্টগুলো লাগবে। যেকোনো পরীক্ষার সার্টিফিকেট বা জন্ম সনদের অনলাইন কপি প্রয়োজন হবে। পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা বিয়ের কাবিননামা থাকলে দিবেন, না থাকলে দেয়ার প্রয়োজন নেই।
তবে মনে রাখতে হবে, আপনি যেসব ডকুমেন্ট সাবমিট করবেন, সেখানে যেন আপনার আসল জন্ম তারিখ থাকে। অর্থাৎ, মনে করুন আপনার আইডি কার্ডে এখন জন্ম তারিখ আছে ০৩/১১/১৯৯৮ । কিন্তু, আপনি সেটি পরিবর্তন করে ১১/০৫/২০০১ করতে চাচ্ছেন।
সেক্ষেত্রে, আপনি যেসব ডকুমেন্ট সাবমিট করবেন, সেখানে জন্ম তারিখ ১১/০৫/২০০১ থাকতে হবে। নয়তো, আপনার সংশোধনের আবেদনটি অনুমোদন করা হবেনা। তাই, যে জন্ম তারিখ দিতে চাচ্ছেন, সেটি আছে এমন কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে। তবে আপনার আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে।
এছাড়াও পড়ুন –
- NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয়
- ভোটার আইডি কার্ড সংশোধন করার সঠিক নিয়ম
- ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
জন্ম তারিখ সংশোধন করার নিয়ম
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন আবেদন করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এনআইডি একাউন্ট রেজিস্টার করুন অথবা আগের একাউন্ট থাকলে লগইন করুন। বয়স সংশোধন ফি জমা দিন। এরপর, প্রোফাইল থেকে এডিট বাটনে ক্লিক করে জন্ম তারিখ পরিবর্তন করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সাবমিট করুন।
এই পদ্ধতি অনুসরণ করলে ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। বয়স সংশোধন করার বিস্তারিত পদ্ধতি ছবিসহ নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
১/ এনআইডি একাউন্ট রেজিস্টার বা লগইন করুন
এনআইডি কার্ড বয়স সংশোধন করার জন্য এনআইডি একাউন্টে লগইন করুন। অথবা, এনআইডি একাউন্ট রেজিস্টার করুন লিংকে ক্লিক করে পোস্টটি অনুসরণ করে একটি একাউন্ট রেজিস্টার করে নিন। এরপর, একাউন্টে লগইন করুন এবং নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
২/ জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দিন
বিকাশ/নগদ অথবা অন্য মোবাইল ব্যাংকিং সেবা কিংবা ব্যাংকের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দিতে হবে। বিকাশ দিয়ে সংশোধন ফি জমা দেয়ার পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
- বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল অপশনে যান
- NID Service অপশনটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন
- আবেদনের ধরণ থেকে NID Info Correction অপশনটি সিলেক্ট করুন
- এরপর, আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখুন এবং পেমেন্ট সম্পন্ন করুন
এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে এনআইডি কার্ডের বয়স সংশোধন ফি জমা দেয়ার পর ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে। এরপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
৩/ জন্ম তারিখ সংশোধন করুন
এনআইডি একাউন্টে লগইন করা অবস্থায় প্রোফাইল থেকে এডিট নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
এখন, জন্ম তারিখ অপশনে ক্লিক করে টিক মার্ক দিবেন। অতঃপর, আপনার বর্তমান জন্ম তারিখ সংশোধন করে যে জন্ম তারিখ দিতে চাচ্ছেন, সেটি লিখবেন। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করবেন।
পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার পূর্বের জন্ম তারিখ এবং পরিবর্তন করে দেয়া নতুন জন্ম তারিখ দেখতে পারবেন। পরিবর্তন যাচাই করে নিয়ে আবারও পরবর্তী বাটনে ক্লিক করবেন।
পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে। আপনি যদি আগেই সংশোধন ফি জমা দিয়ে থাকেন, তাহলে এখানে তা দেখতে পারবেন। তাই, আগেই সংশোধন ফি জমা দেয়া উত্তম। অতঃপর, বিতরণের ধরণ সিলেক্ট করে আবারও পরবর্তী ধাপে যাবেন।
রেগুলার আইডি কার্ডের বয়স সংশোধন করতে চাইলে বিতরণের ধরণ থেকে Regular অপশনটি সিলেক্ট করবেন। যদি স্মার্ট এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে চান, তাহলে Regular Smart Card সিলেক্ট করবেন।
৪/ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
এই ধাপে আপনার থেকে প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হবে। জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষার সনদপত্রের কপি আপলোড করবেন।
ছবি আপলোড করার জন্য মোবাইল থেকে ছবি তুলতে পারেন অথবা কম্পিউটারের দোকানে থেকে ডকুমেন্টগুলো স্ক্যান করে নিতে পারেন।
৫/ বয়স সংশোধন আবেদন সাবমিট করুন
প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গেলে বয়স সংশোধন করার জন্য আবেদন রেডি। সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন আবেদন সম্পন্ন করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে আপনার এনআইডি কার্ড থেকে ভুল জন্ম তারিখ সংশোধন করে সঠিক জন্ম তারিখ দিতে পারবেন।
ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে কত দিন লাগে
ভোটার আইডি কার্ডের বয়স সংশোধন করতে ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লেগে থাকে। ৩ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে ৭ দিন সময় লাগে। ৫ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে ১৫ দিন সময় লাগে। এছাড়া, ৫ বছরের বেশি বয়স সংশোধন করতে ৩০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে।
সঠিকভাবে এনআইডি কার্ড জন্ম তারিখ সংশোধনের আবেদন করা হলে উপরোক্ত সময়ের মাঝেই সংশোধন আবেদন অনুমোদিত হয়ে থাকে। আবেদন করার সময় ভুল ডকুমেন্ট দিলে বা ডকুমেন্টে থাকা তথ্য এবং সংশোধন আবেদনে থাকা তথ্য ভুল থাকলে আবেদন অনুমোদন হবেনা।
বিভিন্ন প্রশ্নোত্তর
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে। অন্যান্য তথ্য সংশোধন করতে ১১৫ টাকা লাগে। ভোটার আইডি কার্ড এবং অন্যান্য তথ্য সংশোধন করতে ৩৪৫ টাকা লাগে।
উপসংহার
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন আবেদন করার নিয়ম অথবা বয়স সংশোধন করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যাদের এনআইডি কার্ডে বয়স কম বা বেশি, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে বয়স সংশোধনের আবেদন করতে পারবেন সহজেই।