ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করার পদ্ধতি এবং নকল ভোটার আইডি কার্ড যাচাই করার পদ্ধতি বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানার জন্য ভোটার আইডি কার্ড চেক করতে হয়। আপনার নতুন জাতীয় পরিচয়পত্র চেক করতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন।
অন্য ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য সঠিক কিনা বা ভোটার আইডি কার্ডটি আসল নাকি নকল তা যাচাই করার পদ্ধতি জানতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন।
আলোচিত বিষয়বস্তু
নতুন ভোটার আইডি কার্ড চেক
ভোটার নিবন্ধন করার পর অনেকেই ম্যাসেজে এনআইডি কার্ডের নাম্বার পেয়েছেন। আবার অনেকেই এখনো এসএমএস পাননি। অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি এবং অফলাইনে চেক করার পদ্ধতি দুইটিই জানতে পারবেন এখানে।
যারা এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার পেয়েছেন, তারা এই পদ্ধতি অনুসরণ করে NID Card Online Check করতে পারবেন। যারা এসএমএস পাননি, তারা নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন বা এখানে ক্লিক করুন
- রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন
- এনআইডি নাম্বার(যেটি এসএমএস এর মাধ্যমে পেয়েছেন) এবং জন্ম তারিখ লিখুন
- ছবিতে থাকা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন
- ঠিকানা নির্বাচন, মোবাইল নাম্বার যাচাই, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন
এই পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ড চেক করতে পারবেন এবং চাইলে NID Card Download করতে পারবেন। যারা এসএমএস পাননি, তারা নিচের পদ্ধতিটি অনুসরণ করে আইডি কার্ড চেক করুন।
নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
যারা ভোটার নিবন্ধন করার পরেও এসএমএস পাননি, তারা নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন।
- services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন বা এখানে ক্লিক করুন
- রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন
- NIDFN লিখে ফাঁকা না রেখেই ফরম নাম্বার লিখুন (যেমন: NIDFN123456789)
- ছবিতে থাকা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন
- ঠিকানা নির্বাচন, মোবাইল নাম্বার যাচাই, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে এনআইডি কার্ড চেক করতে পারবেন
এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন। যদি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে চান, তাহলে নিচের বাটনে ক্লিক করুন।
SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি চেক
নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের নাম্বার পেতে চাইলে বা আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে এই পদ্ধতি অনুসরণ করুন।
- মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid Form No dd-mm-yyyy
- প্রথমে NID লিখতে হবে এরপর স্পেস দিয়ে ফরম নাম্বার এবং স্পেস দিয়ে জন্ম তারিখ
- nid 137489594 31-12-2001 এভাবে লিখে 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন
এই পদ্ধতি অনুসরণ করে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন এবং স্ট্যাটাস জানতে পারবেন। আপনার স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা জানতে নিচের বাটনে ক্লিক করুন।
জাতীয় পরিচয়পত্র যাচাই করার নিয়ম
কোনো ব্যক্তির এনআইডি কার্ড আসল নাকি নকল তা উক্ত ব্যক্তির এনআইডি তথ্য যাচাই করার মাধ্যমে জানা সম্ভব। ভোটার তথ্য যাচাই করতে চাইলে নিচে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
এখানে মোট তিনটি পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে, আপনার পছন্দমতো যেকোনো একটি অনুসরণ করে ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
ভোটার আইডি কার্ড যাচাই করার নিয়ম – ldtax ওয়েবসাইট
ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য ldtax.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নাগরিক কর্ণার অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার লিখুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করার মাধ্যমে নাগরিক নিবন্ধন করুন।
এরপর, নাগরিক পোর্টাল থেকে যে ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে চাচ্ছেন, তার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। তাহলে, পিতা-মাতার নাম, উক্ত ব্যক্তির নাম সহ বেশ কিছু তথ্য যাচাই করতে পারবেন। এভাবে, ভোটার আইডি কার্ড আসল নাকি নকল তা জানতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম – Online GD পদ্ধতি
গুগল প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপটি ইনস্টল করে যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে পারবেন।
- Online GD অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন।
- নিবন্ধন অপশনে ক্লিক করুন
- NID Number এবং জন্ম তারিখ লিখে যাচাই করুন
ভোটার আইডি কার্ডের তথ্য সঠিক নাকি ভুল তা যাচাই করতে পারবেন এই পদ্ধতিতে। যদি আইডি কার্ডের তথ্য সঠিক হয়, তাহলে পিতা-মাতার নাম, ঠিকানা সহ বেশ কিছু তথ্য জানতে পারবেন।
এনআইডি কার্ড যাচাই করার নিয়ম – এ চালান পদ্ধতি
এনআইডি কার্ড যাচাই করার জন্য এ চালান ওয়েবসাইট ভিজিট করুন। পাসপোর্ট অপশনে ক্লিক করে পাসপোর্ট ফি অপশনে ক্লিক করুন। আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি থেকে যেকোনো একটি সিলেক্ট করে OK করুন।
নিচের দিকে স্ক্রোল করে ব্যক্তি বাটনে ক্লিক করুন। এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে Check NID বাটনে ক্লিক করুন। তাহলে, এনআইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।
উপরে উল্লিখিত এই তিনটি পদ্ধতির মাঝে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে ভোটার তথ্য যাচাই করতে পারবেন। যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য আসল নাকি নকল তা যাচাই করতে পারবেন এভাবে।
বিভিন্ন প্রশ্নোত্তর
কিভাবে জাতীয় পরিচয়পত্র যাচাই করব?
জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য ldtax.gov.bd ওয়েবসাইট বা Online GD অ্যাপস ব্যবহার করতে পারেন। এ চালান ওয়েবসাইট ব্যবহার করেও যাচাই করতে পারবেন।
আইডি কার্ড সঠিক কিনা কিভাবে যাচাই করবো?
Online GD অ্যাপস ইনস্টল করে ওপেন করুন। নিবন্ধন বাটনে ক্লিক করে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে যাচাই করুন। এভাবে তথ্য সঠিক কিনা যাচাই করতে পারবেন।
যেকোনো প্রশ্ন করতে বা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও, আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বিস্তারিত জানাতে পারেন।