ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন কিন্তু কত টাকা লাগে জানেন না? এনআইডি কার্ড সংশোধন আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হয় বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।

ভোটার আইডি কার্ডের যেকোনো তথ্য ভুল থাকলে সংশোধনের আবেদন করার মাধ্যমে ভুল ঠিক করে নিতে পারবেন। সংশোধন করার জন্য ফি জমা দিতে হয়। একেক ভুলে জন্য ফি এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে। কত টাকা ফি জমা দিতে হয় জানতে সম্পূর্ণ পড়তে হবে।

তো চলুন, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে, অন্যান্য তথ্য সংশোধন করতে ১১৫ টাকা লাগে। ভোটার আইডি কার্ডের ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য তথ্য একইসাথে সংশোধন করতে ৩৪৫ টাকা লাগে।

ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করার সময় ১১৫ টাকা থেকে শুরু করে ৩৪৫ টাকা অব্দি লাগতে পারে। এছাড়া, আইডি কার্ড সংশোধন হয়ে গেলে নতুন করে আইডি কার্ড ডাউনলোড করতে হয়। পুরাতন ভোটারদের ক্ষেত্রে আইডি কার্ড রি-ইস্যু করতে হয়।

ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন ফি ২৩০ টাকা। রি-ইস্যু ফি বা সংশোধন আবেদন ফি বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং মাধ্যম দিয়ে পরিশোধ করতে পারবেন।

ব্যক্তিগত তথ্য সংশোধন ফি

ভোটার এইড কার্ডের ব্যক্তিগত তথ্য সংশোধন করার জন্য আবেদন করার সময় ২৩০ টাকা ফি জমা দিতে হয়। ব্যক্তিগত তথ্যের মাঝে যেসব তথ্য পড়ে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • নিজের নাম বা নামের ইংরেজি বানান
  • পিতা-মাতার নাম বা নামের ইংরেজি বানান
  • ঠিকানা সংশোধন
  • ভোটার আইডি কার্ডের ছবি সংশোধন
  • স্বাক্ষর সংশোধন

এই তথ্যগুলোতে ভুল থাকলে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করতে হয়। আবেদন করার সময় ২৩০ টাকা ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার পর সংশোধনের জন্য আবেদন করা যাবে।

অন্যান্য তথ্য সংশোধন ফি

ভোটার আইডি কার্ডে ব্যক্তিগত তথ্য ছাড়াও অন্যান্য অনেক তথ্য থাকে। সেসব তথ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে সংশোধনের জন্য আবেদন করা যাবে। অন্যান্য তথ্যের মাঝে যেসব তথ্য পড়ে সেগুলো হচ্ছে —

  • শিক্ষাগত যোগ্যতা
  • স্বামী/স্ত্রীর নাম
  • ব্যক্তির ধর্ম
  • মোবাইল নাম্বার
  • কাজের ক্ষেত্র
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স এর তথ্য

উপরোক্ত তালিকায় থাকা এই তথ্যগুলোর যেকোনো একটি বা একের অধিক যদি ভুল থাকে, তাহলে ১১৫ টাকা ফি প্রদান করার পর সংশোধনের জন্য আবেদন করা যাবে।

সংশোধনের ফি জমা দেয়ার জন্য বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন। ফি প্রদান করার নিয়ম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধন

আপনার এনআইডি কার্ডের ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য তথ্য দুই জায়গাতেই যদি ভুল থাকে, তাহলে সংশোধন আবেদন করার পূর্বে মোট ৩৪৫ টাকা ফি জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন ফি মূলত ১০০ টাকা এবং ২০০ টাকা। অর্থাৎ, ব্যক্তিগত তথ্য সংশোধন ফি ২০০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধন ফি ১০০ টাকা। তবে, ১৫% ভ্যাট যুক্ত হওয়ার কারণে সংশোধন ফি ২৩০ টাকা এবং ১১৫ টাকা হয়েছে।

NID Card সংশোধন করতে চাইলে আগে ফি প্রদান করতে হবে। এরপর, এনআইডি একাউন্ট থেকে সংশোধন আবেদন করতে হবে।

এছাড়াও পড়ুন —

এনআইডি কার্ড রি-ইস্যু আবেদন ফি

ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার পর আবেদন অনুমোদিত হলে আপনার আইডি কার্ডে থাকা তথ্য পরিবর্তন হবে। তবে, আপনি যদি পূর্বে ভোটার হয়ে থাকেন, তাহলে নতুন তথ্য সহ আইডি কার্ড সংগ্রহ করতে চাইলে এনআইডি কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে।

ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন ফি ২৩০ টাকা। ২৩০ টাকা রি-ইস্যু আবেদন ফি জমা দেয়ার পর আইডি কার্ড রি-ইস্যু করে নিতে পারবেন। তবে, যারা নতুন ভোটার, তারা আইডি কার্ড রি-ইস্যু না করেও অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার মাধ্যমে সংশোধিত আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

ভোটার আইডি কার্ড সংশোধন ফি তালিকা

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে, রি-ইস্যু করতে কত টাকা লাগে এসবের একটি বিস্তারিত তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

সংশোধনের ধরণফি (৳)ভ্যাট (৳)মোট ফি (৳)
ব্যক্তিগত তথ্য সংশোধন২০০ টাকা৩০ টাকা২৩০ টাকা
অন্যান্য তথ্য সংশোধন১০০ টাকা১৫ টাকা১১৫ টাকা
ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধন৩০০ টাকা৪৫ টাকা৩৪৫ টাকা
এনআইডি কার্ড রি-ইস্যু২০০ টাকা৩০ টাকা২৩০ টাকা
এনআইডি কার্ড রি-ইস্যু (জরুরি)৩০০ টাকা৪৫ টাকা৩৪৫ টাকা

আইডি কার্ড সংশোধন এবং রি-ইস্যু করার ফি কত টাকা তা উপরোক্ত এই তালিকায় বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।

এনআইডি কার্ড সংশোধন ফি

  • ব্যক্তিগত তথ্য সংশোধন ফি – ২৩০ টাকা
  • অন্যান্য তথ্য সংশোধন ফি – ১১৫ টাকা
  • ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধন ফি – ৩৪৫ টাকা
  • এনআইডি কার্ড রি-ইস্যু ফি – ২৩০ টাকা
  • এনআইডি কার্ড জরুরি রি-ইস্যু ফি – ৩০০ টাকা

এনআইডি কার্ড সংশোধন ফি হিসেব করতে services.nidw.gov.bd/nid-pub/fees ওয়েবসাইট ভিজিট করুন।

বিকাশ দিয়ে এনআইডি সংশোধন ফি জমা দেয়ার নিয়ম

বিকাশ দিয়ে এনআইডি কার্ড সংশোধন ফি, রি-ইস্যু ফি সহ সকল ফি জমা দেয়া যায়। সংশোধন ফি জমা দেয়ার প্রক্রিয়া নিচে বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।

বিকাশ দিয়ে জাতীয় পরিচয় সংশোধন ফি জমা দেয়ার পদ্ধতি
বিকাশ দিয়ে জাতীয় পরিচয় সংশোধন ফি জমা দেয়ার পদ্ধতি
  • বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল অপশনে যান
  • NID Service অপশনে ক্লিক করুন
  • আবেদনের ধরণ নির্বাচন করুন, এনআইডি কার্ডের নাম্বার লিখুন
  • পিন কোড এন্টার করার মাধ্যমে সহজেই ফি জমা দিন

এই পদ্ধতিতে বিকাশ অ্যাপ দিয়ে সহজেই এনআইডি সংশোধন ফি সহ যেকোনো এনআইডি সার্ভিস ফি জমা দিতে পারবেন।

উপসংহার

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে, ভোটার আইডি কার্ড রি-ইস্যু করতে কত টাকা লাগে এসব তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। এছাড়াও, এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখুন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *