এনআইডি একাউন্ট রেজিস্টার করতে চাচ্ছেন? এই পোস্টে NID Account Register করার বিস্তারিত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

যারা নতুন ভোটার হয়েছেন, তারা এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড, সংশোধন সহ সকল কাজ করতে পারবেন। কীভাবে একাউন্ট রেজিস্টার করতে হয় জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।

তো চলুন, কিভাবে এনআইডি একাউন্ট খুলতে হয় বা এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

এনআইডি একাউন্ট রেজিস্টার

এনআইডি একাউন্ট রেজিস্টার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন —

  • services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে রেজিস্টার বাটনে ক্লিক করুন
  • NID No অথবা Form No লিখুন, জন্ম তারিখ লিখুন ও ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করে পরবর্তী ধাপে যান
  • মোবাইল নাম্বারে ওটিপি কোড সেন্ড করুন এবং কোড দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন
  • NID Wallet অ্যাপ ডাউনলোড করে QR Code স্ক্যান করুন এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন
  • ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করার মাধ্যমে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন অনেক সহজেই। একাউন্ট রেজিস্টার করার সময় এনআইডি ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

কিভাবে এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয় এ বিষয়ে বিস্তারিত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চাইলে সেটি পড়তে পারেন।

NID Account Registration করার বিস্তারিত প্রক্রিয়া ছবিসহ নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ভোটার আইডি কার্ডের একাউন্ট তৈরি করতে পারবেন।

এছাড়াও পড়ুন –

NID Account Register 2024

NID Account Register করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

১/ অ্যাকাউন্ট রেজিস্টার ফরম পূরণ

services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।

এনআইডি একাউন্ট রেজিস্টার
এনআইডি একাউন্ট রেজিস্টার

অ্যাকাউন্ট রেজিস্টার ফরমের প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফরম নম্বর লিখুন। দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

NID Account Registration
NID Account Register

২/ ঠিকানা নির্বাচন

সাবমিট বাটনে ক্লিক করার পর পপআপ আসলে, বহাল বাটনে ক্লিক করতে হবে। এরপর, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। ভোটার নিবন্ধন করার সময় যে ঠিকানা দিয়েছিলেন, একই ঠিকানা এখানেও সিলেক্ট করতে হবে। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ঠিকানা নির্বাচন

৩/ মোবাইল নাম্বার ভেরিফিকেশন

ভোটার নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, উক্ত নাম্বারটি এখানে দেখাবে। নাম্বারটি আপনার সাথে থাকলে, বার্তা পাঠান বাটনে ক্লিক করে ওটিপি সেন্ড করুন। ওটিপি এসএমএস আকারে আপনার ফোনে আসবে। কোডটি লিখে বহাল বাটনে ক্লিক করুন।

নতুন আইডি কার্ড ডাউনলোড
মোবাইল নাম্বার ভেরিফিকেশন
ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড
নাম্বার যাচাই

৪/ ফেস ভেরিফিকেশন

এই ধাপে, একটি QR Code দেখতে পারবেন। অন্য একটি মোবাইল NID Wallet অ্যাপ ইনস্টল করুন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করে সকল পারমিশন দিবেন। ক্যামেরা ওপেন হলে QR Code টি স্ক্যান করুন। এরপর, স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

এনআইডি কার্ড ডাউনলোড
NID Account Register

৫/ ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন

ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নতুন পেজে নিয়ে যাবে। উক্ত পেজে আপনাকে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন। তবে, এড়িয়ে গেলে একাউন্ট ঝুঁকির মুখে থাকবে।

তাই, ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। নিচে সংযুক্ত ছবির মতো সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন।

NID Card Download
পাসওয়ার্ড সেট করুন

এখন একটি ইউনিক ইউজারনেম এবং গোপন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দুইবার লিখতে হবে। এরপর, আপডেট বাটনে ক্লিক করতে হবে। তাহলে এনআইডি একাউন্ট রেজিস্টার করা সম্পন্ন হবে।

NID BD Download
ইউজারনেম ও পাসওয়ার্ড আপডেট করুন

এই ধাপগুলো অনুসরণ করলে আপনার এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং NID Account এ লগইন হয়ে যাবে। যে ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করেছেন, আপনি চাইলে services.nidw.gov.bd ওয়েসাইট ভিজিট করে সেগুলো দিয়ে লগইন করতে পারবেন।

শেষ কথা

NID Account Register বা এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যারা নতুন ভোটার, তারা ভোটার একাউন্ট নিবন্ধন করার মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা সহ সকল ধরনের সেবা নিতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *