NID ফরম নাম্বার ভুল দেখাচ্ছে? কিভাবে সমাধান করতে হয় জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

ভোটার আইডি কার্ড চেক বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হয়। তখন, ফরম নাম্বার ব্যবহার করা হলে অনেকেই এনআইডি ফরম নাম্বার ভুল দেখানোর সমস্যা পেয়ে থাকেন।

এই সমস্যা আসলে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করা যায়না। কীভাবে এই সমস্যার সমাধান করতে হয় সেটি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।

NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয় কী

NID ফরম নাম্বার ভুল দেখালে ফরম নাম্বারের সামনে NIDFN লিখতে হবে। কারণ, অনেকেই শুধু ফরম নাম্বার লিখেই ভোটার আইডি কার্ড চেক বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য এনআইডি একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করেন।

যেহেতু ফরম নাম্বার ব্যবহার করা হচ্ছে, তাই ফরম নাম্বারের শুরুতে NIDFN লিখতে হবে। এরপর, ফরম নাম্বার লিখতে হবে। উদাহরণ – NIDFN123456789 এখানে প্রথমে NIDFN লেখা হয়েছে এবং পাশেই ফরম নাম্বার লেখা হয়েছে।

ঠিক এভাবে ফরম নাম্বার লিখে ভোটার একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করলে ফরম নাম্বার ভুল দেখানোর সমস্যাটি থেকে উত্তরণ হতে পারবেন।

এছাড়াও পড়ুন –

ভোটার স্লিপ নাম্বার ভুল দেখালে করণীয়

ভোটার একাউন্ট রেজিস্টার করার সময় অনেকেই “জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর/ জন্মতারিখ ভুল দিয়েছেন” এই সমস্যার সম্মুখীন হন। এর মূল কারণ হচ্ছে ফরম নাম্বার ব্যবহার করার সময় শুরুতে NIDFN না লেখা।

ফরম নাম্বার ব্যবহার করে NID Account Register করতে চাইলে শুরুতে NIDFN লিখতে হবে। নয়তো, এই সমস্যাটি দেখা দিবে।

আপনি যদি এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে থাকেন, তাহলে উক্ত নাম্বার দিয়েই একাউন্ট রেজিস্টার করতে পারবেন। সেক্ষেত্রে, NIDFN লেখার প্রয়োজন হয়। এতে করে ফরম নাম্বার ভুল হয়েছে সমস্যাটি দেখা দিবেনা।

যদি এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করার পরেও “জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর/ জন্মতারিখ ভুল দিয়েছেন” এই সমস্যাটি দেখা দেয়, তাহলে আপনার দেয়া তথ্য যাচাই করে দেখুন সবকিছু ঠিক আছে কিনা। এনআইডি নাম্বার ব্যবহার করার পরেও এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ভুল তথ্য দেয়া।

আর যদি ফরম নাম্বার ব্যবহার করে উক্ত সমস্যা ফেস করেন, তাহলে NIDFN লিখুন ফরম নাম্বারের শুরুতে। এরপরেও সমস্যাটি দেখা দিলে সকল তথ্য যাচাই করুন। আশা করছি এতে করে সমস্যাটির সমাধান হয়ে যাবে।

উপসংহার

NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয় কী এবং কীভাবে “জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর/ জন্মতারিখ ভুল দিয়েছেন” এই সমস্যার সমাধান করবেন তা নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করেছি।

যারা নতুন ভোটার নিবন্ধন করার চেষ্টা করেন, তাদের মাঝে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। এই পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *