ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন কিন্তু সংশোধন করার নিয়ম জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
ভোটার আইডি কার্ডে থাকা তথ্য ভুল থাকলে সংশোধন আবেদন করার মাধ্যমে তা ঠিক করে নেয়া যায়। যাদের এনআইডি কার্ডে ভুল তথ্য এসেছে তারা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এবং ভোটার আইডি কার্ড সংশোধন করতে কতদিন সময় লাগে এসব বিষয় নিয়ে ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। চাইলে সেগুলো পড়তে পারেন।
তো চলুন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য এবং প্রক্রিয়া জেনে নেয়া যাক।
আলোচিত বিষয়বস্তু
ভোটার আইডি কার্ড সংশোধন
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পূর্বে এনআইডি একাউন্ট থাকলে লগইন করুন অথবা এনআইডি একাউন্ট রেজিস্টার করে নিন। এরপর, আইডি কার্ড সংশোধন ফি জমা দিতে হবে এবং সংশোধনের আবেদন করতে হবে।
সংশোধনের আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ঘরে বসে অনলাইনে সংশোধনের আবেদন করতে চাইলে ডকুমেন্টগুলোর স্ক্যান কপি করে নিয়ে আসতে হবে। যেকোনো প্রিন্টার এর দোকানে গেলে ডকুমেন্ট স্ক্যান করে ফাইল আকারে নিতে পারবেন।
সংশোধনের ক্যাটাগরির উপর ভিত্তি করে আলাদা ডকুমেন্ট লেগে থাকে। আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। নিচে প্রতিটি ধাপ ছবিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
১/ কাগজপত্র স্ক্যান করুন
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এরপর, আপনি যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন, সেটি সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে তা সংগ্রহ করুন।
এরপর, যেকোনো একটি কম্পিউটার এর দোকানে যেতে হবে। কাগজপত্র প্রিন্ট করে নিন। অথবা, আপনি চাইলে মোবাইলে ডকুমেন্টগুলোর ছবি তুলে নিতে পারেন।
২/ এনআইডি একাউন্টে লগইন বা রেজিস্টার করুন
আপনার যদি পূর্বে থেকে এনআইডি একাউন্ট করা থাকে, তবে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে লগইন সেকশন থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
যদি আগে একাউন্ট না করে থাকেন, তাহলে এনআইডি একাউন্ট রেজিস্টার করার নিয়ম এই পোস্টটি পড়ে একটি এনআইডি একাউন্ট রেজিস্টার করে নিন। এরপর, আবারও এই পোস্টটি পড়ে বাকি ধাপগুলো অনুসরণ করুন।
৩/ সংশোধন ফি জমা দিন
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই পোস্টটি পড়ে দেখুন আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করতে কত টাকা লাগবে। অথবা, services.nidw.gov.bd/nid-pub/fees এই লিংকে ভিজিট করে সংশোধন ফি হিসেব করতে পারেন।
অতঃপর, বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং সেবা থেকে কিংবা যেকোনো ব্যাংক থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দিতে পারেন। সংশোধন ফি জমা দেয়ার নিয়ম পোস্টটি পড়লে বিস্তারিত জানতে পারবেন।
৪/ ভুল সংশোধনের আবেদন করুন
এনআইডি একাউন্টে রেজিস্টার বা লগইন করার পর এডিট বাটনে ক্লিক করুন। এরপর, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
যে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে চান, সেই সেকশনে ক্লিক করে সঠিক তথ্য লিখুন। এরপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।
ব্যক্তিগত তথ্যে কোনো ভুল থাকলে সার্টিফিকেট বা অন্য ডকুমেন্টের সাথে মিল রেখে সংশোধনের জন্য আবেদন করুন। কাগজপত্রের সাথে মিল না থাকলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না। তথ্য ঠিক করে পরবর্তী বাটনে ক্লিক করে সকল তথ্য যাচাই করে দেখুন।
৫/ কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি আপলোড করুন
এখন, আপনার সংশোধনের ধরণ অনুযায়ী যেসব কাগজপত্র চাওয়া হবে, সেগুলোর স্ক্যান কপি বা ছবি আপলোড করুন। ছবিতে ডকুমেন্ট পরিষ্কার দেখা না যেতে পারে। তাই, স্ক্যান কপি আপলোড করা উচিত। আপলোড করার পর আবেদন সাবমিট করুন।
আপনি যেসব তথ্য সংশোধনের জন্য আবেদন করেছেন, সেসব তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্ট সাবমিট করুন। মনে করুন, আপনার পরীক্ষার সার্টিফিকেটে নাম আছে মোঃ মাহেদ মিয়া। কিন্তু, এনআইডি কার্ডে নাম এসেছে মোঃ মাহেদ উদ্দিন। তাহলে, উক্ত পরীক্ষার সার্টিফিকেট সাবমিট করার মাধ্যমে আইডি কার্ডে থাকা নাম সংশোধন করতে পারবেন।
একইভাবে, অন্য যেকোনো তথ্যে ভুল থাকলে সঠিক ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে সংশোধনের আবেদন করতে পারবেন।
৬/ আবেদনের কপি ডাউনলোড করুন
আবেদন সাবমিট করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন। আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। পরবর্তী সময়ে ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদনের কপিটি প্রয়োজন হতে পারে।
উপরোক্ত এই ৬টি ধাপ অনুসরণ করে ঘরে বসে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সংশোধনের আবেদন করার পূর্বে অবশ্যই বিকাশ বা অন্য মাধ্যম ব্যবহার করে ফি জমা দিতে হবে। ফি জমা না দিয়ে আবেদন করতে পারবেন না।
এই পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ডের নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন বা ঠিকানা সংশোধন করতে পারবেন। ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা সংশোধন করতে পারবেন এই পদ্ধতিতে।
উপসংহার
এনআইডি কার্ড সংশোধন করার বিস্তারিত প্রক্রিয়া এই পোস্টে আলোচনা করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল থাকলে সংশোধন আবেদন করার মাধ্যমে নাম/বয়স/ঠিকানা বা অন্য তথ্য সংশোধন করে নিতে পারবেন।