জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন? এখন করণীয় কী এবং হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী তা অনেকেই জানেন না। ফলে, হারিয়ে যাওয়ার পরেও আইডি কার্ড উদ্ধার করতে পারেন না। এতে করে, যেকোনো প্রয়োজনে লাগলেও সেটি ব্যবহার করা সম্ভব হয়না।
তবে, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় কী এবং কীভাবে নতুন করে ডাউনলোড করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনার সমস্যার সমাধান পাবেন সহজেই।
আলোচিত বিষয়বস্তু
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে প্রথমেই নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করতে হবে। জিডি করার পর, যে পুলিশ অফিসারের থেকে জিডি করে নিবেন, তার স্বাক্ষর এবং নাম লিখে নিতে হবে জিডির একটি কপিতে। এরপর, উক্ত কপি নিজের কাছে রাখতে হবে।
এতে করে, আপনার হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডটি পাওয়ার পর যদি কেউ কোনো অপরাধমূলক কাজে সেটি ব্যবহার করে, তাহলে সেটির দায়ভার আপনার উপর বর্তাবে না।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়
জাতীয় পরিচয়পত্রের মতো স্মার্ট কার্ড হারিয়ে গেলেও থানায় গিয়ে একটি জিডি করতে হবে। জিডি করার সময় আপনার স্মার্ট আইডি কার্ডটি কোন স্থানে হারিয়ে ফেলেছেন সেটি উল্লেখ করতে হবে। এরপর, জিডির একটি কপিতে ইনচার্জ অফিসারের নাম এবং স্বাক্ষর নিতে হবে।
জিডির কপিটি ফটোকপি করে রেখে দিতে পারেন। একটি নিজের কাছে রেখে দিবেন। এতে করে, যেকোনো সময় স্মার্ট কার্ড হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্যা হলে সেটি ব্যবহার করতে পারবেন।
জিডির অন্য কপিটি ব্যবহার করে আপনি চাইলে অনলাইন থেকে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। হারিয়ে যাওয়া আইডি কার্ড আবারও ডাউনলোড করার পদ্ধতি নিচে বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে নতুন করে স্মার্ট আইডি কার্ড রি-ইস্যু করতে পারবেন।
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য থানায় গিয়ে “ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে” এই মর্মে একটি জিডি করতে হবে। এরপর, জিডির কপি এবং এনআইডি কার্ড রি-ইস্যু ফি জমা দেয়ার মাধ্যমে রি-ইস্যুর আবেদন করতে হবে। তাহলে, নতুন করে একটি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। ধাপগুলো অনুসরণ করলে আপনার হারানো স্মার্ট আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
১/ এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করুন
হারিয়ে যাওয়া আইডি কার্ড আবারও ডাউনলোড করতে চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে থেকে একাউন্ট করা থাকে, তাহলে লগইন করতে পারেন।
যদি একাউন্ট না থাকে, তাহলে এনআইডি একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি এই লিংকে ভিজিট করে পোস্টটি ফলো করে একটি একাউন্ট রেজিস্টার করে নিন। এরপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
২/ এনআইডি রি-ইস্যু ফি পেমেন্ট করুন
এনআইডি কার্ড রি-ইস্যু ফি পরিশোধ করার জন্য বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন। বিকাশ দিয়ে সহজেই পেমেন্ট করা যায়। তাই, চাইলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারেন।
বিকাশ অ্যাপ ওপেন করে পেমেন্ট অপশনে যেতে হবে। এরপর, NID Service অপশনটি খুঁজে বের করে NID Card Re-issue সিলেক্ট করতে হবে। অতঃপর, আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং পেমেন্ট সম্পন্ন করবেন।
এনআইডি কার্ড রি-ইস্যু ফি পরিশোধ করার ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় পর নিম্নোক্ত ধাপটি অনুসরণ করুন।
৩/ এনআইডি কার্ড রি-ইস্যু আবেদন করুন
ফি পরিশোধ করা হলে এনআইডি একাউন্টে আসবেন। এরপর, রি-ইস্যু অপশনে ক্লিক করবেন। অতঃপর, নিম্নোক্ত ছবির মতো একটি ফরম দেখতে পারবেন। আপনার আইডি কার্ড রি-ইস্যু করতে চাওয়ার কারণ উল্লেখ করতে হবে এখানে।
জিডির নম্বর, থানার নাম, যে পুলিশ অফিসারের নিকট জিডি করেছেন তার নাম, তার পদবি এবং জিডি করার তারিখ উল্লেখ করতে হবে এখানে।
ফরমটি পূরণ করার পর পরবর্তী ধাপে এসে বিতরণের ধরণ সিলেক্ট করতে হবে। অতঃপর, জিডির কপি আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।
৪/ আইডি কার্ড ডাউনলোড করুন
উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার পর আপনার এনআইডি কার্ড রি-ইস্যু আবেদন অনুমোদন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আবেদন অনুমোদন হলে এনআইডি একাউন্ট থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
তবে, নতুন ভোটার হলে এবং আইডি কার্ড হারিয়ে গেলে রি-ইস্যুর জন্য আবেদন না করে সরাসরি এনআইডি প্রোফাইল থেকেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে, রি-ইস্যুর ফি প্রদান করতে হবেনা।
এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর একাউন্টে প্রবেশ করলেই আইডি কার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
বিভিন্ন প্রশ্নোত্তর
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করতে হবে?
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় গিয়ে জিডি করতে হবে। এরপর, জিডির কপি নিয়ে অনলাইনে এনআইডি কার্ড রি-ইস্যুর আবেদন করে আবারও আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী?
স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে হবে। এরপর, জিডির কপি নিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে। আবেদন করার সময় Regular Smart Card অথবা Urgent Smart Card অপশন সিলেক্ট করতে হবে।
উপসংহার
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী এবং হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে, তারা পোস্টে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।