NID কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর অনেকেই বিভিন্ন কারণে উক্ত আবেদনটি বাতিল করে দিতে চান। কিন্তু, নিয়ম না জানার কারণে বাতিল করতে পারেন না।
এই পোস্টে NID সংশোধন আবেদন বাতিল করার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন করে থাকেন, তাহলে কীভাবে উক্ত আবেদন বাতিল করতে হয় জানতে পারবেন এখানে।
তো চলুন, এনআইডি কার্ড সংশোধন আবেদন কীভাবে বাতিল করতে হয় তার বিস্তারিত পদ্ধতি জেনে নেয়া যাক।
আলোচিত বিষয়বস্তু
NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম
NID সংশোধন আবেদন বাতিল করার জন্য থানা/উপজেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে। উক্ত আবেদন পত্রে আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ উল্লেখ করবেন। এরপর, আবেদন বাতিল করতে চাওয়ার কারণ উল্লেখ করতে হবে। তাহলে, কর্মরত অফিসার আপনার আবেদনটি বাতিল করে দিবেন।
এই পদ্ধতি অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন বাতিল করতে পারবেন। এছাড়া, সংশোধনের আবেদন বাতিল করার অন্য কোনো পদ্ধতি নেই। অনলাইনেও সংশোধনের আবেদন বাতিল করা যায়না।
তবে, সংশোধনের আবেদন বাতিল করার জন্য দরখাস্ত করার পর অপেক্ষা করতে হবে। আপনার সংশোধনের আবেদনটি ক্যাটারগরিতে পড়লে তারা বাতিল করে দিবে। ক্যাটাগরিতে না পড়লে আবেদন বাতিল হবেনা।
যদি ক্যাটাগরিতে পড়ার পর সংশোধন হয়ে যায়, তাহলে আবেদন করে লাভ হবেনা। কারণ, তখন তথ্য সংশোধিত হয়ে যাবে। তখন চাইলে আবারও সংশোধনের আবেদন করে উক্ত সমস্যাটির সমাধান করে নিতে পারবেন।
NID সংশোধন আবেদন বাতিল করার আবেদনপত্র
তারিখ: ১০/০৫/২০২৪
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
বগুড়া সদর, বগুড়া– ৫৮০০
বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি সিফাত উল্লাহ, পিতা: বাবুল রহমান, গ্রাম/মহল্লা: ফুলবারি দক্ষিণ পাড়া, ডাকঘর: ফুলবাড়ি-৫৮০০, জেলা: বগুড়া সদর, বিগত ১৩/১১/২০২৪ তারিখে অনলাইনে আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করেছিলাম। আমার NID নম্বর 9876 345 123, জন্মতারিখ: ০২/০৯/২০০১ ইং। সংশোধনের আবেদনটি এখনো পেন্ডিং আছে।
যে সমস্যার কারণে আমি এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম তা সমধান হয়ে যাওয়ার কারণে এখন আমি এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, NID সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক –
নাম: সিফাত উল্লাহ
NID No: 9876 345 123
মোবাইল: 01887489933
এছাড়া পড়ুন –
NID সংশোধন আবেদন বাতিল ফরম pdf
NID সংশোধন আবেদন বাতিল করার একটি আবেদনপত্র পিডিএফ ফাইল আকারে নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে। এই ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এরপর, আবেদন পত্রটিতে থাকা ফাঁকা জায়গাগুলোতে আপনার তথ্য লিখবেন।
অতঃপর, আবেদনটি জমা দিতে হবে থানা/উপজেলা নির্বাচন কমিশন অফিসে। তাহলে, তারা যাচাই-বাছাই করে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন আবেদনটি বাতিল করে দিবেন।
এই আবেদনপত্রটিতে সবকিছু বিস্তারিত উল্লেখ করে দেয়া রয়েছে। যারা সংশোধনের আবেদন বাতিল করতে চাচ্ছেন, তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। অথবা, নতুন করে একটি আবেদনপত্র লিখে সেখানে বিস্তারিত উল্লেখ করে সেটি জমা দেয়ার মাধ্যমেও সংশোধন আবেদন বাতিল করে নিতে পারবেন।
উপসংহার
NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। সংশোধনের আবেদন করে থাকলে কীভাবে সেটি বাতিল করতে হয় এবং বাতিল করার জন্য যেভাবে আবেদন করতে হবে তা এখানে উল্লেখ করে দেয়া হয়েছে।
এছাড়াও, আবেদনপত্রের একটি নমুনা পিডিএফ ফাইল আকারে সংযুক্ত করে দেয়া হয়েছে। আপনারা চাইলে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।